Ajker Patrika

পিস্তলধারী ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, খুঁজছে পুলিশ

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২২, ২২: ৫৮
পিস্তলধারী ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, খুঁজছে পুলিশ

পাবনার সুজানগরে পিস্তল হাতে এক ছাত্রলীগ নেতার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিটি তিনি নিজেই পোস্ট করেছেন। তবে আবু বক্কার সিদ্দিকী রাতুল নামের ওই ছাত্রলীগ নেতার দায়িত্ব নিচ্ছেন না স্থানীয় নেতারা। যদিও অভিযোগ রয়েছে, নেতাদের ছত্রচ্ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। 

ফেসবুক প্রোফাইলের তথ্য অনুযায়ী, ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও সদ্য বিলুপ্ত পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক। 

খোঁজ নিয়ে জানা যায়, আবু বক্কার সিদ্দিকী পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে। 

ক্ষমতাসীন দলের সুজানগর উপজেলার একাধিক নেতার সঙ্গে এ নিয়ে কথা বললে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে থাকা সুবিধাভোগী আবু বক্কার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানান নেতারা। 

এ ব্যাপারে জানতে চাইলে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান বলেন, ‘ফেসবুকে ছবিটি ছাড়ার পরপরই আমরা খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে অস্ত্রধারী ওই যুবককে আইনের আওতায় আনব। এরই মধ্যে ফোর্স মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে অভিযান চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত