লালপুর (নাটোর) প্রতিনিধি
সৌদিপ্রবাসী ওয়াসিমের ইমো আইডি হ্যাক করে তাঁর চাচাতো ভাই মনিরুলের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ইমো হ্যাকিং চক্র। অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোর-লালপুরের সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিলমাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. শাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৪), মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবি (২২), খাঁপাড়া গ্রামের মো. মঞ্জুর রহমানের ছেলে মো. মোহন সরকার (১৯), মনিহারপুর গ্রামের মো. মাজদার প্রামাণিকের ছেলে মো. শিমুল আলী (১৯), ভাঙ্গাপাড়া গ্রামের মো. নূর আলম সরকারের ছেলে মো. শাহ পরান সরকার (১৯), নাগশোসা গ্রামের মো. রিফাজ মন্ডলের ছেলে মো. রুবেল মন্ডল (৩২) ও রাজশাহীর বাঘার খানপুর গ্রামের মৃত শামসেদ মন্ডলের ছেলে মো. বেলাল মন্ডল (২৯)।
জানা গেছে, প্রতারণার শিকার মনিরুল কুষ্টিয়ার মিরপুরের কামিরহাট কচুয়াদহের মো. দবির মন্ডলের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, চক্রটি সৌদিপ্রবাসী ওয়াসিমের ইমো আইডি হ্যাক করে। এরপর ওয়াসিমের ইমো আইডি থেকে তাঁর চাচাতো ভাই মনিরুলের ইমো আইডিতে শ্রমিকের বিল দেওয়ার জন্য কয়েকটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য ম্যাসেজ দেয়। ম্যাসেজ পেয়ে ১ লাখ ২০ হাজার ৮৬০ টাকা পাঠিয়ে দেন মনিরুল। পরে ওয়াসিম জানান, তাঁর ইমো আইডিটি হ্যাক হয়েছে।
ভুক্তভোগী মনিরুল র্যাবের কাছে বিষয়টি বিস্তারিত বর্ণনা করে অভিযোগ করলে র্যাব সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের সাতজনকে গ্রেপ্তার করে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, কুষ্টিয়ার মিরপুরের কামিরহাট কচুয়াদহের দবির মন্ডলের ছেলে মনিরুলের (৩৮) অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি সিমকার্ডসহ মোবাইল সেট, দুই বোতল ফেনসিডিল, ডিভিআর সেট ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানে ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করে তাদের পরিচিতজনদের কাছ থেকে প্রতারণাপূর্বক মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২০/ ২৪/ ৩৪/ ৩৫ ধারায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।’
সৌদিপ্রবাসী ওয়াসিমের ইমো আইডি হ্যাক করে তাঁর চাচাতো ভাই মনিরুলের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে ইমো হ্যাকিং চক্র। অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোর-লালপুরের সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিলমাড়িয়া বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের মো. শাহাবুল ইসলামের ছেলে মো. মেহেদী হাসান (২৪), মো. ইয়াসিন আলীর ছেলে মো. রবি (২২), খাঁপাড়া গ্রামের মো. মঞ্জুর রহমানের ছেলে মো. মোহন সরকার (১৯), মনিহারপুর গ্রামের মো. মাজদার প্রামাণিকের ছেলে মো. শিমুল আলী (১৯), ভাঙ্গাপাড়া গ্রামের মো. নূর আলম সরকারের ছেলে মো. শাহ পরান সরকার (১৯), নাগশোসা গ্রামের মো. রিফাজ মন্ডলের ছেলে মো. রুবেল মন্ডল (৩২) ও রাজশাহীর বাঘার খানপুর গ্রামের মৃত শামসেদ মন্ডলের ছেলে মো. বেলাল মন্ডল (২৯)।
জানা গেছে, প্রতারণার শিকার মনিরুল কুষ্টিয়ার মিরপুরের কামিরহাট কচুয়াদহের মো. দবির মন্ডলের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, চক্রটি সৌদিপ্রবাসী ওয়াসিমের ইমো আইডি হ্যাক করে। এরপর ওয়াসিমের ইমো আইডি থেকে তাঁর চাচাতো ভাই মনিরুলের ইমো আইডিতে শ্রমিকের বিল দেওয়ার জন্য কয়েকটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য ম্যাসেজ দেয়। ম্যাসেজ পেয়ে ১ লাখ ২০ হাজার ৮৬০ টাকা পাঠিয়ে দেন মনিরুল। পরে ওয়াসিম জানান, তাঁর ইমো আইডিটি হ্যাক হয়েছে।
ভুক্তভোগী মনিরুল র্যাবের কাছে বিষয়টি বিস্তারিত বর্ণনা করে অভিযোগ করলে র্যাব সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের সাতজনকে গ্রেপ্তার করে।
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, কুষ্টিয়ার মিরপুরের কামিরহাট কচুয়াদহের দবির মন্ডলের ছেলে মনিরুলের (৩৮) অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি সিমকার্ডসহ মোবাইল সেট, দুই বোতল ফেনসিডিল, ডিভিআর সেট ও নগদ ১৫ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানে ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করে তাদের পরিচিতজনদের কাছ থেকে প্রতারণাপূর্বক মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২০/ ২৪/ ৩৪/ ৩৫ ধারায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫