Ajker Patrika

ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৭ 

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৩, ১৮: ১৫
Thumbnail image

বগুড়ায় গোয়েন্দা শাখা (ডিবি) পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

গতকাল রোববার রাতে ও আজ সোমবার ভোরে বগুড়া জেলার সদর, সোনাতলাসহ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও ফুলছড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন—নাজমুল লাভলু (২৯), জাকির হোসেন (২৫), সোহেল রানা (৩০), জীবন (২৪), এনামুল হক আমিনুল (৩২), মো. জনি (২২) ও মহির মিয়া (৩৮)। তাঁরা সবাই বগুড়া ও গাইবান্ধা জেলার বাসিন্দা। 

আজ দুপুরে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এ তথ্য জানান। 

পুলিশ সুপার জানান, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে সোনাতলার গনিয়ারিকান্দি গ্রামে দুর্বৃত্তরা ডিবি পরিচয়ে মিলু ফকিরের অটোরিকশা ছিনতাই করে। পরে হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় স্থানীয়রা মিলুকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। 

অভিযানে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই চক্রের মূল হোতা নাজমুল লাভলুকে বগুড়া শহর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের পরিচয় জানে পুলিশ। 

ছিনতাইকারী চক্রের সদস্য মাহির মিয়াকে তিনটি অটোরিকশা, তিনটি বার্মিজ চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ সরঞ্জামাদি গাইবান্ধার ফুলছড়ি দক্ষিণ কাঠুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া অটোরিকশার মধ্যে মিলুর রিকশাটিও আছে। 

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অটোরিকশা চালক মিলু বাদী হয়ে মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত