Ajker Patrika

ফেসবুক লাইভে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০৮
ফেসবুক লাইভে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

‘সমীর সাহা পাপ্পা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক যুবক লাইভে এসে আত্মহত্যা করেছেন। জানা গেছে, ওই আইডির মালিক বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে তিনটায় তিনি নিজের ঘরে আত্মহত্যা করেন। 

ওই যুবকের নাম সমীর সাহা পাপ্পা (৩৪)। তিনি পৌরসভার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে। 

পাপ্পার ফেসবুক ওয়ালে থাকা এক মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বেলা সাড়ে তিনটায় ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তাঁর ঘরের সিলিংয়ে ফ্যান লাগানোর হুকে একটি ওড়না বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি বিছানায় রাখা টুলে ওঠার চেষ্টা করেন। এরপর লাইভটি বন্ধ হয়ে যায়। এর আগে মৃত্যুর জন্য তাঁর মা, বাবা ও শ্বশুরকে দায়ী করে একটি ডে স্টোরি দেন। 

ওই যুবকের প্রতিবেশী জীবন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে লাইভ দেখে আমিসহ প্রতিবেশীরা তাঁর বাসায় ছুটে যাই। বাইর থেকে অনেক ডাকাডাকি করা হয়, কিন্তু সে কোনো সাড়া দেয় না। একপর্যায়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করি। এরপর ঘরের জানালা কেটে ভেতরে ঢুকে লাশটি নামানো হয়।’ 

নিহত যুবক পাপ্পার বাবা শ্যামল সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমরা কেউ বাসায় ছিলাম না। পাপ্পার স্ত্রীও বাবার বাড়িতে গিয়েছে। সকলের অজান্তে সে আত্মহত্যা করেছে।’ 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ‘সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহালের শেষে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত