শেরপুর (বগুড়া) প্রতিনিধি
‘সমীর সাহা পাপ্পা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক যুবক লাইভে এসে আত্মহত্যা করেছেন। জানা গেছে, ওই আইডির মালিক বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে তিনটায় তিনি নিজের ঘরে আত্মহত্যা করেন।
ওই যুবকের নাম সমীর সাহা পাপ্পা (৩৪)। তিনি পৌরসভার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে।
পাপ্পার ফেসবুক ওয়ালে থাকা এক মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বেলা সাড়ে তিনটায় ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তাঁর ঘরের সিলিংয়ে ফ্যান লাগানোর হুকে একটি ওড়না বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি বিছানায় রাখা টুলে ওঠার চেষ্টা করেন। এরপর লাইভটি বন্ধ হয়ে যায়। এর আগে মৃত্যুর জন্য তাঁর মা, বাবা ও শ্বশুরকে দায়ী করে একটি ডে স্টোরি দেন।
ওই যুবকের প্রতিবেশী জীবন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে লাইভ দেখে আমিসহ প্রতিবেশীরা তাঁর বাসায় ছুটে যাই। বাইর থেকে অনেক ডাকাডাকি করা হয়, কিন্তু সে কোনো সাড়া দেয় না। একপর্যায়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করি। এরপর ঘরের জানালা কেটে ভেতরে ঢুকে লাশটি নামানো হয়।’
নিহত যুবক পাপ্পার বাবা শ্যামল সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমরা কেউ বাসায় ছিলাম না। পাপ্পার স্ত্রীও বাবার বাড়িতে গিয়েছে। সকলের অজান্তে সে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ‘সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহালের শেষে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’
‘সমীর সাহা পাপ্পা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক যুবক লাইভে এসে আত্মহত্যা করেছেন। জানা গেছে, ওই আইডির মালিক বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে তিনটায় তিনি নিজের ঘরে আত্মহত্যা করেন।
ওই যুবকের নাম সমীর সাহা পাপ্পা (৩৪)। তিনি পৌরসভার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে।
পাপ্পার ফেসবুক ওয়ালে থাকা এক মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বেলা সাড়ে তিনটায় ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তাঁর ঘরের সিলিংয়ে ফ্যান লাগানোর হুকে একটি ওড়না বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি বিছানায় রাখা টুলে ওঠার চেষ্টা করেন। এরপর লাইভটি বন্ধ হয়ে যায়। এর আগে মৃত্যুর জন্য তাঁর মা, বাবা ও শ্বশুরকে দায়ী করে একটি ডে স্টোরি দেন।
ওই যুবকের প্রতিবেশী জীবন কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে লাইভ দেখে আমিসহ প্রতিবেশীরা তাঁর বাসায় ছুটে যাই। বাইর থেকে অনেক ডাকাডাকি করা হয়, কিন্তু সে কোনো সাড়া দেয় না। একপর্যায়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করি। এরপর ঘরের জানালা কেটে ভেতরে ঢুকে লাশটি নামানো হয়।’
নিহত যুবক পাপ্পার বাবা শ্যামল সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে আমরা কেউ বাসায় ছিলাম না। পাপ্পার স্ত্রীও বাবার বাড়িতে গিয়েছে। সকলের অজান্তে সে আত্মহত্যা করেছে।’
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ‘সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সুরতহালের শেষে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১০ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
২১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
২৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫