Ajker Patrika

আক্কেলপুরে হাত-পা ও মাথা বিহীন মরদেহ উদ্ধার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
আক্কেলপুরে হাত-পা ও মাথা বিহীন মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে বস্তা বন্দী হাত-পা ও মাথা বিহীন এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৫টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পারঘাটি নামক এলাকায় তুলসীগঙ্গা নদীতে ওই মরদেহ পাওয়া যায়। 

কমলা নামে স্থানীয় এক গৃহবধূ বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে নদীর ধারে একটি বস্তা ভাসমান অবস্থায় দেখতে পাই। এরপর ওই বস্তা টেনে তীরে ওঠায় তখন বস্তা থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছিল। বস্তা খুলে দেখি মাথা, দুই হাত ও দুই পা বিহীন এক মরদেহ। 

আর এক স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, `আমি হাসুয়া দিয়ে বস্তা কেটে দেখি হাত, পা, মাথা বিহীন এক মরদেহ। তবে ওই মরদেহে মেয়ে মানুষের পেটিকোট (পাজামা) পরা দেখে মনে হচ্ছে মরদেহটি কোনো এক নারীর হতে পারে।' 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে হাত, দুই হাত ও পা বিহীন মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কয়েকটি বস্তার মধ্যে মোড়ানো ছিল। ঘটনাটি আশপাশের থানাতে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত