Ajker Patrika

বগুড়ায় ছুরিকাঘাতে অটোচালক নিহত

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪১
বগুড়ায় ছুরিকাঘাতে অটোচালক নিহত

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় স্থানীয়রা এ ঘটনায় রেজাউল (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন। 

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আফসার আলী (৫০) কলমা চাপর গ্রামের সফর উদ্দিনের ছেলে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি জানান, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারে যাচ্ছিলেন। পথে কলমাচাপর গ্রামের রাস্তায় একই গ্রামের আবু খায়েরের ছেলে রেজাউল তাঁর পথ রোধ করে পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাঁকে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে আটক করে মারপিট করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

ওসি বলেন, স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী। এর আগেও দুজনকে ছুরিকাঘাত করেছিলেন। আফসার আলীর লাশ ময়নাতদন্তের জন মর্গে পাঠানো হয়েছে। রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত