Ajker Patrika

ঘুষ নেওয়ার খবর প্রকাশের পর ভূমি কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ঘুষ নেওয়ার খবর প্রকাশের পর ভূমি কর্মকর্তাকে বদলি

রাজশাহীর বড়কুঠি মহানগর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। অফিসে বসে প্রকাশ্যে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর তাঁকে বদলি করা হয়। আজ রোববার বিকেলে জেলা প্রশাসক আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের পত্রিকার সংবাদ নজরে আসার সঙ্গে সঙ্গে ওই কর্মকর্তাকে বাগমারা উপজেলার এক প্রত্যন্ত এলাকার ভূমি অফিসে বদলি করা হয়েছে। তাঁর ব্যাপারে তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্যও বোয়ালিয়ার সহকারী কমিশনারকে (ভূমি) বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
অফিসে বসে ঘুষ গ্রহণ বিষয়ে জানতে চাইলে ২ ফেব্রুয়ারি ভূমি উপসহকারী কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেছিলেন, ‘এটা কোনো সমস্যা না। এটা কোনো ব্যাপার না ভাই। আমি আপনার সঙ্গে সাক্ষাতে কথা বলব।’ 

এ নিয়ে ২ ফেব্রুয়ারি আজকের পত্রিকার অনলাইনে ‘অফিসে বসে প্রকাশ্যে ঘুষ নেওয়ায় সমস্যা দেখেন না তিনি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ নজরে এলে বৃহস্পতিবারই মিজানুর রহমানকে বদলি করা হয়। জেলা প্রশাসক আবদুল জলিল তাঁকে বদলি করেন। বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্যও জেলা প্রশাসক বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) শাহীন মিয়াকে দায়িত্ব দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত