Ajker Patrika

পাবনায় স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনায় স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ

পাবনার আটঘরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী শারিনা খাতুনকে (২৮) হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর বটতলা মোড়ে এই ঘটনা ঘটে। নিহত শারিনা খাতুন সোনাকান্দর গ্রামের আব্দুর রহমানের পালিত মেয়ে। 

স্থানীয়রা জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আব্দুর রহমানের মেয়ে শারিনা খাতুনের ৭-৮ বছর আগে পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি গ্রামের রতন আলীর সঙ্গে বিয়ে হয়। গত এক বছর যাবৎ স্বামী-স্ত্রীর বনিবনা না থাকায় শারিনা খাতুন বাবার বাড়িতে বসবাস করছিলেন এবং বাবার অবর্তমানে সোনাকান্দর বটতলা মোড়ে ওষুধের ব্যবসা করতেন। রাতে মোটরসাইকেলে তাঁর স্বামী রতন হোসেনসহ আরও ২ জনকে সঙ্গে নিয়ে শারিনার দোকানে ঢুকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যান। পরে এলাকাবাসী শারিনাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত