Ajker Patrika

বগুড়ায় রেললাইনের ধারে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় রেললাইনের ধারে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার সদর উপজেলার রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদরের নারুলী রেললাইন এলাকার সুলতান পট্টি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে একটি কাঁঠাল গাছের সঙ্গে মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন বলেন, মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। তাঁর পরনে হাফ প্যান্ট ও গেঞ্জি ছিল। কাঁঠাল গাছের সঙ্গে গলায় প্লাস্টিকের রশিতে ঝুলন্ত অবস্থায় অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। তবে প্রাথমিক অবস্থায় তাঁর শরীরে কোন আঘাত চিহ্ন পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশ মরদেহ নিয়ে গেছে। 

জানতে চাইলে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। মরদেহের পরিচয় জানতে আমরা চেষ্টা করছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

‘ক্ষমা না চাইলে এনসিপিকে ফেনীতে ঢুকতে দেওয়া হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত