Ajker Patrika

জমি লিখে না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মাকে পেটানোর অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৯: ০২
জমি লিখে না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মাকে পেটানোর অভিযোগ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ছেলেকে জমি লিখে না দেওয়ায় মাকে পেটানোর অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামে। ওই ঘটনায় মা রাশিদা বেগম (৫৬) বাদী হয়ে ছেলে সাইদুর রহমান (৪০) ও ছেলের স্ত্রী নুরেকার (৩৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাশিদা বেগমের ছেলে সাইদুর নেশাগ্রস্ত অবস্থায় মায়ের জমি লিখে নেওয়ার জন্য চাপ দেন। জমি লিখে না দেওয়ায় ছেলে ও ছেলের স্ত্রী মিলে মারধর করেন তাঁকে। গত ২৯ আগস্ট রাশিদা বেগমকে গরু বিক্রি করে টাকা দিতে চাপ দেন ছেলে। বিক্রি করতে অস্বীকার করলে আবারও মারধরের স্বীকার হন ওই নারী। প্রাণভয়ে প্রতিবেশী সেফাত উদ্দিনের বাসায় আশ্রয় নেন রাশিদা বেগম। তাঁর অনুপস্থিতিতে ছেলে সাইদুর গরু বিক্রি করে দেন। খবর পেয়ে বাড়িতে এসে প্রতিবাদ করলে আবারও তাঁকে মারধর করেন। 

ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, ‘আমার ছেলে ও ছেলের স্ত্রী মিলে জমি লিখে নেওয়ার জন্য চাপ দিলে লিখে না দেওয়ায় দুজনে মিলে এখন পর্যন্ত আমাকে চারবার মারধর করেছে। আমার পোষা গরুটি বিক্রি করে দিয়েছে। আমি এখন প্রাণভয়ে আছি।’ 

ছেলে সাইদুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, তিন দিন ধরে ছেলে ও তাঁর স্ত্রীকে দেখা যাচ্ছে না। 

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিলে হতে পারে ৫ বছরের জেল: এনবিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত