Ajker Patrika

গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু, কিশোরীর আত্মহত্যাচেষ্টা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
গলায় ফাঁস দিয়ে কিশোরের মৃত্যু, কিশোরীর আত্মহত্যাচেষ্টা

বগুড়ার সারিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে এক কিশোর (১৭) আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার খবরে ওই উপজেলায় আরেক কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে। আজ বুধবার এই ঘটনা ঘটে। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কিশোরের সঙ্গে কিশোরীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আজ বুধবার সকালে তারা যমুনা নদীর ধারে মিলিত হয়। এ সময় তাদের মধ্যে কথার কাটাকাটি হয়। এরপর কিশোর অভিমানে তার নিজ বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

কিশোরের মা জানান, তাঁর ছেলে মেশিনে বোরোধানে পানি দেওয়ার  কথা বলে সকাল ৯টায় বাড়ি হতে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পর তিনি ছাগল নিয়ে তার ছেলে কাছে ধানখেতে যায়। দুপুর সাড়ে ১২টায় ওই কিশোর তার মাকে ধানখেতে রেখে বাড়িতে আসে। ফিরতে দেরি হওয়ায় ওই কিশোরের মা বাড়িতে এসে দেখে তাঁর ছেলে আত্মহত্যা করেছে। 

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে সারিয়াকান্দি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি প্রেমঘটিত কি না তা বের করতে আমাদের তদন্ত অব্যাহত আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত