Ajker Patrika

বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে গাছে বেঁধে মারধর

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১২: ২৬
Thumbnail image

বকেয়া বিল চাওয়া ও সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ানকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের উপব্যবস্থাপক বাদী হয়ে কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর উত্তরপাড়ায়। 

শনিবার বিকেলে থানায় দেওয়া অভিযোগ ও সরেজমিন সূত্রে জানা গেছে, হরিনাথপুর উত্তরপাড়ার পাগাইলার ছেলে মকবুল হোসেনের নামে একটি বৈদ্যুতিক মিটারের বিল গত তিন মাস ধরে বকেয়া ছিল। পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী গত শুক্রবার বিকেলে ওই লাইন বিচ্ছিন্ন করতে যান লাইন টেকনিশিয়ান আক্তার হোসেন ও মিটার রিডার বেলাল হোসেন। লাইন বিচ্ছিন্ন করতে গেলেই মকবুল হোসেন ও তাঁর লোকজন বাধা দেন। বিদ্যুৎকর্মীদের নানা ধরনের গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে লাঠি দিয়ে আক্তার হোসেনকে পিটুনি দেন মকবুল হোসেন। পরে মকবুলের স্বজনেরা স্থানীয় মিদানীর ছেলে হেলাল উদ্দিন ও মজিবারের ছেলে শাজা এসে লাইন টেকনিশিয়ান আক্তারকে কাঁঠালগাছের সঙ্গে বেঁধে সবাই মিলে পিটুনি দেন। পরে খবর পেয়ে কাজীপুর থানার পুলিশ এসে বিদ্যুৎকর্মীদের উদ্ধার করে। 

মকবুল হোসেনের স্ত্রী লিলি খাতুন বলেন, ‘কারেনের লোক আইসা বিলের ট্যাহার জন্যে আমাদের গালিগালাজ করে। পরে কলম দিয়া ঘাও মারে আমার বেটাক। আমাক সড়কে ধেক্কা দিয়া ফাইলা দেয়। তারপর আমার স্বামী কারেনের লোকেক পেটন মারে।’ গাছের সাথে বেঁধে পিটানোর কথা অস্বীকার করলেও মকবুল হোসেনের মেয়ে মলি খাতুন বলেন, ‘আমরা কাঁটোল গাছের সাথে বাঁইধা রাখছিলাম। পরে ছাইড়া দিছি।’ 

কাজীপুর পল্লিবিদ্যুতের উপব্যবস্থাপক আব্দুল্লাহ আল আমিন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, নিয়মানুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আমার লোকদের বেঁধে মারধর করা হয়। এ ঘটনায় কাজীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত