Ajker Patrika

নাটোরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে বেলাল মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নয়জনকে আটক করেছে। নিহত বৃদ্ধ উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আটকেরা হলেন মশিন্দা গ্রামের নিপ্পন আলী (৩৮), মোহাম্মদ আলী (৬৫), বিপ্লব হোসেন (২৯), মুঞ্জুর রহমান (৫৩), আব্দুল খালেক (৩৮), শাহরিয়ার নাফিজ (১৫), বকুল হোসেন (৩৩), নজরুল ইসলাম (৫৭) ও জুয়েল আলী (৩৩)। 

নিহত বেলাল মন্ডলের ভাতিজা মিঠু জানান, মশিন্দা গ্রামের মকিমের মোড়ে বেলাল ও আহসান উদ্দিনের ছেলেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সকালে বেলাল তাঁর ছেলে ও ভাতিজার সঙ্গে মশিন্দা বাজারে চা খাওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আহসানের ছেলেরা তাঁদের ওপর হামলা চালান। গুরুতর অবস্থায় বেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়। 

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকেরা আবার সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ফলাবিদ্ধ কামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তীরবিদ্ধ রুহুল আমিন ও আলাউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বেলাল হোসেন নামে একজনের নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

গভীর রাতে সংবাদ সম্মেলন, আওয়ামী দোসরদের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত