Ajker Patrika

ইন্টারনেট সংযোগ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি, বোনের আত্মহত্যা

প্রতিনিধি
ইন্টারনেট সংযোগ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি, বোনের আত্মহত্যা

আদমদীঘি(বগুড়া): বগুড়ায় ওয়াইফাই সংযোগ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হওয়ায় অভিমানে দশম শ্রেণির শিক্ষার্থী চন্দ্রা ভৌমিক (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। চন্দ্রা আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার উত্তম ভৌমিকের মেয়ে। আজ শনিবার বিকাল ৪ টায় চন্দ্রা নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ওয়াইফাই সংযোগ নিয়ে চন্দ্রা ভৌমিকের সঙ্গে ছোট ভাইয়ের কথাকাটাকাটি হয়। চন্দ্রা মোবাইলে ওয়াইফাই সংযোগ না পেয়ে ছোট ভাইয়ের ওপর অভিমান করে তাদের নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলতে দেখে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কারো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত