Ajker Patrika

বড়াইগ্রামে চালকের গলায় ছুরি চালিয়ে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৩: ০৩
বড়াইগ্রামে চালকের গলায় ছুরি চালিয়ে অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে ব্যাটারিচালিত চালকের গলায় ছুরি চালিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রামাগাড়ী বাঁশবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্যানচালকের নাম আবু তালেব (৪৫)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

ভ্যানচালকের স্ত্রী মাবিয়া বেগম বলেন, রাত ৮টার দিকে চারজন যাত্রী নিয়ে লালপুর উপজেলার ওয়ালিয়া বাজার থেকে বড়াইগ্রামের রামাগাড়ী বাজারের উদ্দেশে রওনা দেন তাঁর স্বামী। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর ভ্যানে থাকা ব্যক্তিরা আবু তালেবকে গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। 

স্থানীয় ওই হাসপাতালের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাঁর গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ। খুব দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করে ছিনতাই হওয়ার ভ্যান উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত