Ajker Patrika

গরু ধান খাওয়ায় মালিকের বাড়িতে হামলা, আহত ৫

প্রতিনিধি, বগুড়া
গরু ধান খাওয়ায় মালিকের বাড়িতে হামলা, আহত ৫

আবাদি জমির ধান খেয়েছে গরু। এরই জেরে বগুড়ার গাবতলী উপজেলায় গরুর মালিকের বাড়ি-ঘরে হামলা চালিয়ে মারপিট, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতেরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাবতলী মডেল থানায় এ অভিযোগ করেন আব্দুল ছালেক। তিনি উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়া দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

আহতেরা হলেন, আব্দুল ছালেক (৩৫), সুমন মিয়া (১৮), রমজান আলী (৬৫), আব্দুস ছালাম (২৬) ও খাদিজা বেগম (২৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, সপ্তাহ খানিক আগে আব্দুল ছালেকের পালিত গরু একই গ্রামের বাবলু শাহের আবাদি জমিতে প্রবেশ করে ধান খেয়েছে বলে অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে আব্দুল ছালেকের সঙ্গে বাবলু শাহের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে বৃহস্পতিবার ভোরে বাবলু লোকজন নিয়ে ছালেকের বাড়িতে হামলা চালায়। হামলাকারী সবার হাতেই দেশীয় অস্ত্র (লাঠিসোঁটা-ধারালো অস্ত্র) ছিল। তাঁরা ছালেকের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করেন। এবং ছালেকের পরিবারের সদস্যদের মারধর করে চলে যান।

জানতে চাইলে গাবতলী মডেল থানার ওসি মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত