Ajker Patrika

চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে শ্রমিক সরদারকে হত্যা, যুবকের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১০: ৩০
চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে শ্রমিক সরদারকে হত্যা, যুবকের বিরুদ্ধে মামলা

পাবনার সুজানগর উপজেলায় চাঁদার টাকা না দেওয়ায় তজু প্রামাণিক (৫০) নামের এক শ্রমিক সরদারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। 

আজ সোমবার সকালে সুজানগর থানায় নিহতের স্ত্রী ছামিরা খাতুন বাদী হয়ে স্থানীয় যুবক তুফান সরদারসহ (২৭) অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

তজু প্রামাণিক উপজেলার চরভবানীপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তুফান সরদার একই উপজেলার চর সুজানগর গ্রামের মৃত মাসুদ সরদারের ছেলে। 

নিহতের স্ত্রী মামলায় উল্লেখ করেন, তাঁর স্বামী তজু প্রামাণিক ইটভাটায় কাজ করেন। শ্রমিকদের সরদার তিনি। বখাটে তুফান সরদার বেশ কিছুদিন ধরে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান তজু প্রামাণিক। এতে ক্ষিপ্ত হয়ে হুমকি দেন তুফান। 

গতকাল বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো ইটভাটায় কাজে যাচ্ছিলেন তজু। সুজানগর বড় বাজার সিটি ভবন মার্কেটের পেছনে পৌঁছানোর পর তজুর কাছে আবারও চাঁদা দাবি করেন বখাটে তুফান। টাকা না দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তুফান। এরপর স্থানীয়রা তজুকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দিবাগত রাত দেড়টার দিকে মারা যান তজু প্রামাণিক। 

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় স্ত্রী ছামিরা খাতুন বাদী হয়ে বখাটে তুফান সরদারসহ অজ্ঞাত তিন-চারজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

ওসি আরও জানান, অভিযুক্ত বখাটে তুফান সরদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বেশ কিছু অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত