পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগে দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আজ রোববার চুরির অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ৫০ লিটার তেলসহ শনিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা-ঈশ্বরদী রেলরুটের ঈশ্বরদী পাতিবিল তিনকোনা পুকুর এলাকা থেকে দুজনকে আটক করে রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এসব তথ্য নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল।
সাময়িক বরখাস্ত হওয়া ইঞ্জিনচালকেরা হলেন—ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)।
রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লোকোমোটিভ ইঞ্জিনটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। রেলওয়ে ইঞ্জিনটি ঈশ্বরদীর তিনকোনা পুকুর এলাকায় পৌঁছালে রেলওয়ে ইঞ্জিন (নম্বর ৬৫৩২) থামিয়ে ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় হাতেনাতে ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (গোয়েন্দা) সদস্যরা দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চটের বস্তার ভেতর ৫০ লিটার তেল জব্দ করা হয়। আজ রোববার মামলার পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ইঞ্জিনের চালক তারেক আজাদ ও সহকারী চালক শাহীন রেজা আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ফুয়েল) গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব আজকের পত্রিকাকে বলেন, ‘তেল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। আজ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
এ পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই চালকের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগে দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আজ রোববার চুরির অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ৫০ লিটার তেলসহ শনিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা-ঈশ্বরদী রেলরুটের ঈশ্বরদী পাতিবিল তিনকোনা পুকুর এলাকা থেকে দুজনকে আটক করে রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এসব তথ্য নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল।
সাময়িক বরখাস্ত হওয়া ইঞ্জিনচালকেরা হলেন—ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)।
রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লোকোমোটিভ ইঞ্জিনটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। রেলওয়ে ইঞ্জিনটি ঈশ্বরদীর তিনকোনা পুকুর এলাকায় পৌঁছালে রেলওয়ে ইঞ্জিন (নম্বর ৬৫৩২) থামিয়ে ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় হাতেনাতে ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (গোয়েন্দা) সদস্যরা দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চটের বস্তার ভেতর ৫০ লিটার তেল জব্দ করা হয়। আজ রোববার মামলার পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ইঞ্জিনের চালক তারেক আজাদ ও সহকারী চালক শাহীন রেজা আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ফুয়েল) গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব আজকের পত্রিকাকে বলেন, ‘তেল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। আজ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
এ পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই চালকের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৬ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫