Ajker Patrika

ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগে ২ চালক বরখাস্ত 

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৩, ১৭: ১৫
ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগে ২ চালক বরখাস্ত 

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিন থেকে তেল চুরির অভিযোগে দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আজ রোববার চুরির অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ দিকে ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এর আগে ৫০ লিটার তেলসহ শনিবার রাত সাড়ে ১২টার দিকে খুলনা-ঈশ্বরদী রেলরুটের ঈশ্বরদী পাতিবিল তিনকোনা পুকুর এলাকা থেকে দুজনকে আটক করে রেলওয়ে গোয়েন্দা নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

এসব তথ্য নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল। 

সাময়িক বরখাস্ত হওয়া ইঞ্জিনচালকেরা হলেন—ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর গ্রামের মৃত আকতার আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও ছামিউল আলমের ছেলে আলিফ মিয়া (১৮)। 

রেলওয়ে সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে লোকোমোটিভ ইঞ্জিনটি চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঈশ্বরদী অভিমুখে যাচ্ছিল। রেলওয়ে ইঞ্জিনটি ঈশ্বরদীর তিনকোনা পুকুর এলাকায় পৌঁছালে রেলওয়ে ইঞ্জিন (নম্বর ৬৫৩২) থামিয়ে ইঞ্জিন থেকে তেল পাচার করার সময় হাতেনাতে ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (গোয়েন্দা) সদস্যরা দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চটের বস্তার ভেতর ৫০ লিটার তেল জব্দ করা হয়। আজ রোববার মামলার পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ইঞ্জিনের চালক তারেক আজাদ ও সহকারী চালক শাহীন রেজা আরিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ফুয়েল) গোলাম মুস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ 

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব আজকের পত্রিকাকে বলেন, ‘তেল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় মামলা নথিভুক্ত হয়েছে। আজ (রোববার) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 

এ পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুই চালকের সাময়িক বরখাস্ত আদেশ কার্যকর করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত