Ajker Patrika

বিপুল পরিমাণ চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১৫: ৪০
বিপুল পরিমাণ চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুরে ২ হাজার ১০০ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কোলাকান্তনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কোলা কান্তিনগর গ্ৰামের মৃত কমল চন্দ্রের ছেলে আশিক চন্দ্র (১৯), মৃত মোংলা মুন্ডারীর ছেলে রূপেন মুন্ডারী (৩৮), ধানুরা ফকিরপাড়া এলাকার মৃত দেবেন মুন্ডারীর ছেলে হরিপদ মুন্ডারী (২৪), মৃত হেমন্ত মুন্ডারীর ছেলে শ্যামল মুন্ডারী (৪২) ও পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সাটিয়াকোলা গ্রামের গণেশ কুমার দাসের ছেলে উজ্জ্বল দাস (৪৩)। 

র‍্যাব-৫ সিপিসি-২  নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন,  গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল গতকাল দিবাগত রাতে উপজেলার কোলাকান্ত নগর এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চালায়।  এ সময় ২ হাজার ১০০ লিটার মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা নিয়মিত মাদক বিক্রি করে আসছেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত