Ajker Patrika

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কর্মীকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির কর্মীকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহী মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির এক কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে নগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় বাড়িতে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করা হয়।

নিহত পিয়ারুল ইসলাম ওরফে পিরু (৩৫) মৃত কোরবান আলী ছেলে। তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন দলটির মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। 

নগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, সন্ধ্যায় এলাকার কিছু যুবকের সঙ্গে পিয়ারুলের কথা কাটাকাটি হয়। এরপর পিয়ারুল বাড়িতে চলে যান। রাত ৯টার দিকে কয়েকজন যুবক বাড়িতে ঢুকে তাঁর পেটে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা হাসপাতালে নেওয়ার জন্য পিয়ারুলকে বাড়ি থেকে রাস্তায় নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়। 

ওসি বলেন, এ ঘটনার পর এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পিয়ারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পিয়ারুলের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানিয়েছেন ওসি নিবারন চন্দ্র বর্মন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত