Ajker Patrika

ইয়াবাসহ আটক খেলনা ইউনিয়নের যুবলীগ নেতা

প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)
ইয়াবাসহ আটক খেলনা ইউনিয়নের যুবলীগ নেতা

নওগাঁর ধামইরহাটে ৪০০ পিচ ইয়াবা সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার খেলনা ইউনিয়নের গোপিরামপুর গ্রামে এক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। 

আটকৃতরা হলেন, ধামইরহাট খেলনা ইউনিয়নের শিশু নামক এলাকার ইয়াছিন আলির ছেলে মো. গোলাম মর্তুজা ডালিম (৪১)। তিনি খেলনা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও তাঁর সহযোগী রসপুর (কুর্ষামারি) গ্রামের আজিজার রহমানের ছেলে নবির রহমান (৩৮)। এ ঘটনায় উপজেলার মঙ্গলকোঠা নামক এলাকার পিতা হায়দার আলীর ছেলে মো. কাদের (৩৩) পালিয়ে যান।

এলাকাবাসী ও ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোলাম মর্তুজা ডালিম তিনি খেলনা ইউনিয়নের যুবলীগের সহসভাপতি হওয়ার কারণে এলাকাজুড়ে মাদকের সাম্রাজ্য গড়ে তোলেন। বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রকাশ্যে মাদকের ব্যবসা করতেন। তার বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলতে পারত না। কথা বললে প্রকাশ্যে মারপিটসহ হত্যার হুমকি দিত। 

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় এস আই মিজানুর রহমান, এ এস আই মেহেদী হাসান সংঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদে খেলনা ইউনিয়নে অভিযান চালিয়ে ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ যুবলীগ নেতা ও তার সহযোগীকে আটক করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বলেন, আটক দুজনের বিরুদ্ধে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত