Ajker Patrika

বাড়িতে লুট করে ব্যাংক ম্যানেজারকে ‘শপথ’ করাল ডাকাত দল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 
আপডেট : ০৬ মে ২০২৪, ১৯: ০৯
বাড়িতে লুট করে ব্যাংক ম্যানেজারকে ‘শপথ’ করাল ডাকাত দল

পাবনার সাঁথিয়ায় এক ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই ব্যাংক ম্যানেজারসহ তাঁর স্ত্রী-সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি করে। এ ঘটনা কাউকে না বলতে ডাকাতেরা কোরআন শরিফ ছুঁয়ে তাঁদের শপথ করান বলে জানা গেছে।

উপজেলার সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের বাসিন্দা ও আতাইকুলা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের বাড়িতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

জনতা ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, রান্নাঘরের গ্রিল কেটে সাত ডাকাত মুখোশ পরে তাঁদের শোবার ঘরে প্রবেশ করে। এ সময় তারা মঞ্জুরুল ইসলাম, তাঁর স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে একটি কক্ষে জিম্মি করে।

জিম্মি অবস্থায় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেয়। আলমারি থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে।

এ ঘটনা কাউকে না বলার জন্য ডাকাতেরা চলে যাওয়ার সময় ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন শরিফ রেখে শপথ করায়।

ডাকাতেরা ঘরের জিনিসপত্র তছনছ করে যায়। ছবি: আজকের পত্রিকাসাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত