নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে ‘জামাইয়ের সঙ্গে পরকীয়ার’ অপবাদ দিয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে গাছে বেঁধে মারধর করেছেন দুই প্রতিবেশী। গতকাল মঙ্গলবার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নির্যাতনকারী একই এলাকার আলম হোসেনের ছেলে রতন আলী ও উজ্জল হোসেনের ছেলে বকুল হোসেনকে পুলিশ এখনো আটক করতে পারেনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধা ও তাঁর জামাইকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছেন; তাঁদের খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
নির্যাতনের শিকার বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান, ওই বৃদ্ধার সঙ্গে তার মেজো মেয়ে ও তার স্বামী বসবাস করেন। সন্তানসম্ভবা ছোট মেয়েকে দেখতে গতকাল সন্ধ্যার পর হাসপাতালে যান তার মেজ মেয়ে। বৃদ্ধার জ্বর থাকায় তিনি হাসপাতালে যেতে পারেননি। রাতে তাঁর জামাই শাশুড়িকে অসুস্থ দেখে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে বাড়ি ফিরে তিনি শাশুড়ির ঘরে ঢুকলে বাইরে থেকে প্রতিবেশী রতন ও বকুল যুবক চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে ‘জামাইয়ের সঙ্গে ওই বৃদ্ধার পরকীয়া’ রয়েছে বলে অপবাদ দেয় রতন ও বকুল। তাঁরা প্রথমে জামাইকে মারধর করেন এবং পরে বৃদ্ধাকে টেনেহিঁচড়ে বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে।
ওই বৃদ্ধা সাংবাদিকদের বলেন, রতন ও বকুল তাকে টেনেহিঁচড়ে কাদাপানির মধ্যে নিয়ে যায় এবং ডাবগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করে।
পুলিশ তাদের খুঁজে না পেলেও ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রতন ও বকুল। নির্যাতনের কথা স্বীকার করে ঔদ্ধত্যের সঙ্গে তারা বলেছেন, জামাই ও শাশুড়ির মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল।
নাটোরের গুরুদাসপুরে ‘জামাইয়ের সঙ্গে পরকীয়ার’ অপবাদ দিয়ে ৭০ বছরের এক বৃদ্ধাকে গাছে বেঁধে মারধর করেছেন দুই প্রতিবেশী। গতকাল মঙ্গলবার চাপিলা ইউনিয়নের পমপাথুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নির্যাতনকারী একই এলাকার আলম হোসেনের ছেলে রতন আলী ও উজ্জল হোসেনের ছেলে বকুল হোসেনকে পুলিশ এখনো আটক করতে পারেনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধা ও তাঁর জামাইকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুই যুবক পলাতক রয়েছেন; তাঁদের খোঁজা হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
নির্যাতনের শিকার বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান, ওই বৃদ্ধার সঙ্গে তার মেজো মেয়ে ও তার স্বামী বসবাস করেন। সন্তানসম্ভবা ছোট মেয়েকে দেখতে গতকাল সন্ধ্যার পর হাসপাতালে যান তার মেজ মেয়ে। বৃদ্ধার জ্বর থাকায় তিনি হাসপাতালে যেতে পারেননি। রাতে তাঁর জামাই শাশুড়িকে অসুস্থ দেখে ওষুধ কিনতে যান। ওষুধ কিনে বাড়ি ফিরে তিনি শাশুড়ির ঘরে ঢুকলে বাইরে থেকে প্রতিবেশী রতন ও বকুল যুবক চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলে ‘জামাইয়ের সঙ্গে ওই বৃদ্ধার পরকীয়া’ রয়েছে বলে অপবাদ দেয় রতন ও বকুল। তাঁরা প্রথমে জামাইকে মারধর করেন এবং পরে বৃদ্ধাকে টেনেহিঁচড়ে বাইরে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে।
ওই বৃদ্ধা সাংবাদিকদের বলেন, রতন ও বকুল তাকে টেনেহিঁচড়ে কাদাপানির মধ্যে নিয়ে যায় এবং ডাবগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করে।
পুলিশ তাদের খুঁজে না পেলেও ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রতন ও বকুল। নির্যাতনের কথা স্বীকার করে ঔদ্ধত্যের সঙ্গে তারা বলেছেন, জামাই ও শাশুড়ির মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক চলছিল।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৩ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১২ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫