Ajker Patrika

নাটোরে স্কুলছাত্রী অপহরণ মামলায় তরুণের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭: ১২
নাটোরে স্কুলছাত্রী অপহরণ মামলায় তরুণের যাবজ্জীবন

নাটোরের লালপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় রনি আহমেদ (২০) নামের এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তবে দণ্ডপ্রাপ্ত আসামি রনি আহমেদ পলাতক রয়েছেন।

রনি আহমেদ লালপুর উপজেলার কুজিপুকুর গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুর রহমান এই রায় দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১০ সালের ২ ফেব্রুয়ারি লালপুরের বাসিন্দা চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে তুলে নিয়ে যান রনি আহমেদ। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি রনি আহমেদের বিরুদ্ধে লালপুর থানায় এজাহার দায়ের করেন। পরে ৪ ফেব্রুয়ারি তদন্ত সাপেক্ষে লালপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়। তবে দুই দিন পর তাকে উদ্ধার করা হয়।

মামলার শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে ১২ বছর পর আদালত আজ এই রায় দিলেন। নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, পলাতক রনিকে গ্রেপ্তারের পর থেকে তাঁর সাজা কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

বান্দরবানে এনসিপি নেতা সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

পানছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও করলেন ক্ষুব্ধ গ্রাহকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত