Ajker Patrika

জুয়ার আসরে ধাওয়া, পদ্মায় ঝাঁপ পরে লাশ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
জুয়ার আসরে ধাওয়া, পদ্মায় ঝাঁপ পরে লাশ উদ্ধার

নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে মো. কামরুল ইসলাম রানা (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর ঘাটে এ ঘটনা ঘটে।

কামরুল ইসলাম পাবনার ঈশ্বরদীর গোকুলনগর গ্রামের মৃত আব্দুল আজিজ রান্টুর ছেলে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর নামক পদ্মা নদীর ঘাটে এলাকাবাসী কামরুলের মরদেহ ভাসতে দেখে। উদ্ধার করে রিজভী কনস্ট্রাকশন ইয়ার্ডের ওপরে নিয়ে এসে লালপুর থানা পুলিশকে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জাননা, প্রশাসনের লোক পরিচয়ে কয়েকজন জুয়ার আসরে ধাওয়া করে। এ সময় কয়েকজন দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়। 

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, ‘শুনেছি, সোমবার সন্ধ্যায় পদ্মার চরে একটি বাগানে চারজন জুয়া খেলছিল। এ সময় র‍্যাব ধাওয়া করেছে, আতঙ্কে তাঁরা নদীতে ঝাঁপ দেন। তিনজন সাঁতরে পাড়ে ওঠেন, একজন নিখোঁজ ছিলেন। আজ দুপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানের বিষয়ে র‍্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থালে র‍্যাবের কোনো অভিযান পরিচালনা করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত