Ajker Patrika

উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১৪: ৫৭
উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পৃথক অভিযানে ২০ লাখ টাকার হেরোইন ও ১ হাজার ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২-এর সদস্যরা। আজ শনিবার ভোরে ও গতকাল শুক্রবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পানিহারের গোবিন্দ সিংয়ের ছেলে শ্রী নিমাই সিং (৪৪) ও পলাশবাড়ী উপজেলার পূর্ব নয়ানপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল রুবেল (৪৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়, আজ ভোরে গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে ফুড ভিলেজ হোটেলের সামনে অভিযান চলানো হয়। এ সময় ২০০ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা নিমাই সিংকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল গভীর রাতে একই মহাসড়কে সলঙ্গা থানাধীন ধোপাকান্দি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৭০ পিস ইয়াবাসহ মোস্তফা কামাল রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত