পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের চেষ্টা, আইনজীবী-ডিবি সদস্যদের ‘ধস্তাধস্তি’
ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া আইনজীবীর নাম রাসেল তালুকদার। তিনি বলেন, ‘গৌরীপুরে একটি হত্যা মামলার শুনানি শেষে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে গেলে সেখান সাদা পোশাকে ডিবি পুলিশের সদস্যরা মামলাটির আসামিদের তুলে নিতে চেষ্টা করে। তখন আমি বাধা দিয়ে বলি, তাঁদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।