নান্দাইল ও ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
পাঁচ বছর ধরে চাচাতো বোনের সঙ্গে প্রেম, এক মাস আগে গোপনে বিয়ে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ (২৪)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে। ঈশ্বরগঞ্জে বাড়ি হলেও ঢাকার মতিঝিলে সপরিবারে থাকতেন। গুলশানের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট চাচা ইলিয়াস আলীর মেয়ে ইসরাত জাহান ইভার সঙ্গে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সৌরভের। বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল। গত ১২ মে সৌরভ ও ইভা গোপনে বিয়ে করেন। বিয়ের বিষয়টি ইভার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইলিয়াস আলী মেনে নিতে পারেনি। গত ১৬ মে কৌশলে ইভাকে কানাডায় পাঠিয়ে দেন। এতে সৌরভ হতাশ হয়ে পড়েন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ইলিয়াস আলী তাঁর চাচাতো ভাই ইউসুফ আলী আকন্দকে বিভিন্নভাবে হুমকি দেন। গত সপ্তাহে ইউসূফ আলী আকন্দ গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এসে চাচাতো ভাইয়ের সঙ্গে এ নিয়ে পরামর্শ করে সমাধানের আলোচনা করেন।
গত শনিবার ঢাকা থেকে ময়মনসিংহ আসেন সৌরভ। রোববারে আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার রাত থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অনেক যোগাযোগ করেও তাঁর সন্ধান পায়নি।
এদিকে গতকাল রবিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সুতিয়া নদীর সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া লাগেজের ভেতরে চার টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমে পরিচয় শনাক্ত না হলেও পরে সৌরভের বড় বোন ব্যাংকার আফরোজা মরদেহ দেখে শনাক্ত করেন।
সৌরভের বাবা ইউসুফ আলী আকন্দ বলেন, ‘আমার ছোট ভাইয়ের মেয়ে ইভার সঙ্গে প্রেম ছিল। তাঁরা দুজন পরিবারের অজান্তে বিয়েও করেছিল। আমরা তা মেনে নিইনি। কিন্তু ডেকে নিয়ে এভাবে হত্যা করবে, তা কল্পনা করতে পারিনি। আমি এর কঠিন বিচার চাই। কেন আদরের সন্তানকে টুকরো টুকরো করল?’
সৌরভের মা মাহমুদা আক্তার বলেন, ‘আপন চাচাই তাকে খুন করেছে। আমি এর বিচার চাই, ফাঁসি চাই।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘প্রেমঘটিত কারণে সৌরভকে হত্যা হরা হয়েছে বলে পরিবারের কাছ থেকে শোনা যাচ্ছে। সৌরভের চাচা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে খুঁজছি।’
আরও খবর পড়ুন:
পাঁচ বছর ধরে চাচাতো বোনের সঙ্গে প্রেম, এক মাস আগে গোপনে বিয়ে করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওমর ফারুক সৌরভ (২৪)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের ইউসুফ আলী আকন্দের ছেলে। ঈশ্বরগঞ্জে বাড়ি হলেও ঢাকার মতিঝিলে সপরিবারে থাকতেন। গুলশানের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছোট চাচা ইলিয়াস আলীর মেয়ে ইসরাত জাহান ইভার সঙ্গে পাঁচ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সৌরভের। বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল। গত ১২ মে সৌরভ ও ইভা গোপনে বিয়ে করেন। বিয়ের বিষয়টি ইভার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ইলিয়াস আলী মেনে নিতে পারেনি। গত ১৬ মে কৌশলে ইভাকে কানাডায় পাঠিয়ে দেন। এতে সৌরভ হতাশ হয়ে পড়েন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে ইলিয়াস আলী তাঁর চাচাতো ভাই ইউসুফ আলী আকন্দকে বিভিন্নভাবে হুমকি দেন। গত সপ্তাহে ইউসূফ আলী আকন্দ গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে এসে চাচাতো ভাইয়ের সঙ্গে এ নিয়ে পরামর্শ করে সমাধানের আলোচনা করেন।
গত শনিবার ঢাকা থেকে ময়মনসিংহ আসেন সৌরভ। রোববারে আবার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার রাত থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন অনেক যোগাযোগ করেও তাঁর সন্ধান পায়নি।
এদিকে গতকাল রবিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের সুতিয়া নদীর সেতুর নিচ থেকে উদ্ধার হওয়া লাগেজের ভেতরে চার টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমে পরিচয় শনাক্ত না হলেও পরে সৌরভের বড় বোন ব্যাংকার আফরোজা মরদেহ দেখে শনাক্ত করেন।
সৌরভের বাবা ইউসুফ আলী আকন্দ বলেন, ‘আমার ছোট ভাইয়ের মেয়ে ইভার সঙ্গে প্রেম ছিল। তাঁরা দুজন পরিবারের অজান্তে বিয়েও করেছিল। আমরা তা মেনে নিইনি। কিন্তু ডেকে নিয়ে এভাবে হত্যা করবে, তা কল্পনা করতে পারিনি। আমি এর কঠিন বিচার চাই। কেন আদরের সন্তানকে টুকরো টুকরো করল?’
সৌরভের মা মাহমুদা আক্তার বলেন, ‘আপন চাচাই তাকে খুন করেছে। আমি এর বিচার চাই, ফাঁসি চাই।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘প্রেমঘটিত কারণে সৌরভকে হত্যা হরা হয়েছে বলে পরিবারের কাছ থেকে শোনা যাচ্ছে। সৌরভের চাচা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে খুঁজছি।’
আরও খবর পড়ুন:
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫