Ajker Patrika

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় আরও একজন আটক

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৫: ৩৮
সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় আরও একজন আটক

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মো. আন্দোলন সরকার (৫৫) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ইমান আলী সরকারের ছেলে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি নয়নের ভাষ্যমতে, হত্যাকাণ্ডে আন্দোলন সরকার সরাসরি অংশগ্রহণ করেছেন। এ কারণে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়। এখন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।

নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচজন এজাহারভুক্ত আসামি। তবে মামলার ২ নম্বর আসামি বাবু চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১৭ জন আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরে ১৭ জুন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা করেন। এ পর্যন্ত এজাহারভুক্ত ২২ আসামির মধ্যে পাঁছজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি নীলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত