Ajker Patrika

নামাজরত অবস্থায় নারীকে ছুরি মেরে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯: ৫৯
নামাজরত অবস্থায় নারীকে ছুরি মেরে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার

ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর উত্তর টানপাড়া গ্রামে লাইজু আকতার (২৩) নামে এক নারীকে নামাজরত অবস্থা ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর সাবেক স্বামী আয়নাল হককে (২৮) আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির বসতঘরে এশার নামাজ পড়ছিলেন লাইজু আক্তার। দোয়া শেষে জায়নামাজে বসে ছিলেন তিনি। সেখানেই তাঁর সাবেক স্বামী আয়নাল হক ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত করেন। লাইজুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান তিনি জায়নামাজে ছটফট করছেন। প্রতিবেশীরা আয়নাল হককে রক্তাক্ত চাকু হাতে ঘর থেকে বের হয়ে যেতে দেখেন। 

গুরুতর আহত অবস্থায় লাইজুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।  

ঘটনার পর আয়নাল হককে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় আছিম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আয়নাল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে লাইজুর বাবা আফাজ উদ্দিন বাদী হয়ে আয়নাল হককে আসামি করে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। 

পরিবারের সূত্রে জানা গেছে, আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদি গ্রামের মোবারক আলীর ছেলে আয়নাল হকের সঙ্গে একই ইউনিয়নের আছিম উত্তর টানপাড়া গ্রামের আফাজ উদ্দিনের মেয়ে লাইজু আক্তারের বিয়ে হয় দুই বছর আগে। এক বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ হয়। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন লাইজু। 

লাইজুর বাবা আফাজ উদ্দিন বলেন, ‘আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, ‘নামাজরত অবস্থায় লাইজু নামে এক নারীকে একাধিকবার ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর সাবেক স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত