Ajker Patrika

বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২২, ১৫: ২১
বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনায় করা মামলায় মো. শামছুল হক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভালুকা উপজেলার মামারিশপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মো. শামছুল হক উপজেলার আন্দারিয়াপাড়া এলাকার মৃত ছয়েব আলীর ছেলে। 

এ বিষয়ে র‍্যাব-১৪-এর সহকারী পরিচালক (স্কোয়াড কমান্ডার) মো. আনোয়ার হোসেন বলেন, গত ১১ মে ওই শিশু ছাগল আনার জন্য বাড়ি থেকে বের হয়। এই সুযোগে সামছুল হক শিশুটিকে বিস্কুটের লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এলে সামছুল পালিয়ে যান। পরে ঘটনাটি জানাজানি হলে ১৩ মে শিশুটির বাবা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করেন। 

সহকারী পরিচালক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামসুল হক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত