ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ইমামুল হাসান মুরাদ (৩৫) নামে এক যুবক দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় গিয়েও ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাঁর পরিবার ঋণ করে টাকা পাঠিয়ে মুরাদকে দেশে আনার ব্যবস্থা করে। প্রায় ২০ দিন আগে দেশে ফেরেন তিনি। এরপর থেকেই মুরাদ মানসিক সমস্যায় ভুগছিলেন। এরই জেরে আজ বুধবার সকালে নগরীর গিরীশ চক্রবর্তী রোডের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
মৃত মুরাদ ওই এলাকার আমিনুল হক ফেরদৌসের ছেলে।
মৃতের মা খোদেজা খাতুন বলেন, ‘মুরাদ প্রায় দুই বছর আগে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমায়। করোনার কারণে ঠিকভাবে কাজ ও বেতন না পাওয়া মুরাদ নিজ কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে কাজ খুঁজতে থাকে। সে সময় একটি দালাল চক্র কাজ দেবে বলে আশ্বাস দিয়ে মুরাদকে জিম্মি করে। দীর্ঘদিন মুরাদকে জিম্মি করে দেশ থেকে টাকা নেয় দালাল চক্রটি। দীর্ঘ চেষ্টার পর ছেলেকে দেশে নিয়ে আসি। কিন্তু মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে মুরাদ। ঋণগ্রস্ত ও হতাশার কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিদেশে গিয়ে দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে দেশে এসে আত্মহত্যা করেছেন মুরাদ। নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হয়নি।
ওসি আরও বলেন, লোভে পড়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে মানুষকে আরও সচেতন হতে হবে। বিদেশে না গিয়ে উদ্যোক্তা হয়ে দেশে স্বাবলম্বী হওয়ার অনেক সুযোগ রয়েছে।
ময়মনসিংহের ইমামুল হাসান মুরাদ (৩৫) নামে এক যুবক দালালদের খপ্পরে পড়ে মালয়েশিয়ায় গিয়েও ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাঁর পরিবার ঋণ করে টাকা পাঠিয়ে মুরাদকে দেশে আনার ব্যবস্থা করে। প্রায় ২০ দিন আগে দেশে ফেরেন তিনি। এরপর থেকেই মুরাদ মানসিক সমস্যায় ভুগছিলেন। এরই জেরে আজ বুধবার সকালে নগরীর গিরীশ চক্রবর্তী রোডের নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
মৃত মুরাদ ওই এলাকার আমিনুল হক ফেরদৌসের ছেলে।
মৃতের মা খোদেজা খাতুন বলেন, ‘মুরাদ প্রায় দুই বছর আগে কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় পাড়ি জমায়। করোনার কারণে ঠিকভাবে কাজ ও বেতন না পাওয়া মুরাদ নিজ কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে কাজ খুঁজতে থাকে। সে সময় একটি দালাল চক্র কাজ দেবে বলে আশ্বাস দিয়ে মুরাদকে জিম্মি করে। দীর্ঘদিন মুরাদকে জিম্মি করে দেশ থেকে টাকা নেয় দালাল চক্রটি। দীর্ঘ চেষ্টার পর ছেলেকে দেশে নিয়ে আসি। কিন্তু মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে মুরাদ। ঋণগ্রস্ত ও হতাশার কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, বিদেশে গিয়ে দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে দেশে এসে আত্মহত্যা করেছেন মুরাদ। নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত করা হয়নি।
ওসি আরও বলেন, লোভে পড়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে মানুষকে আরও সচেতন হতে হবে। বিদেশে না গিয়ে উদ্যোক্তা হয়ে দেশে স্বাবলম্বী হওয়ার অনেক সুযোগ রয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫