Ajker Patrika

নেত্রকোনায় সেই গলাকাটা লাশের পরিচয় শনাক্ত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় সেই গলাকাটা লাশের পরিচয় শনাক্ত

নেত্রকোনার খালিয়াজুরীতে শ্মশান ঘাটের পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা সেই নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীর নাম রাজুনা বেগম (৭০)। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভাটি মামুদনগর এলাকার মারফত মুন্সীর মেয়ে। 

আজ সোমবার দুপুরে নেত্রকোনা পিবিআইয়ের পরিদর্শক অভিরঞ্জন দেব এ তথ্য নিশ্চিত করেন। 

পিবিআই জানায়, উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে অজ্ঞানামা নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকার খবর পেয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবিরের নির্দেশনায় পরিদর্শক ইমদাদুল বাশারের নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম রোববার ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায় আনুমানিক ৭০ বছর বয়সী একজন নারীর লাশ যার নাকে, মুখে, কানে ধারালো অস্ত্রের কোপের দাগ। কোপে নাক কেটে ঝুলে আছে, গলাকাটা অবস্থায় রয়েছে। আশপাশের স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে ওই নারীর পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। খুনের রহস্য উদ্‌ঘাটনে পিবিআই ছায়া তদন্ত করছে বলেও জানায়। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ‘নিহতের পরিবারের লোকজনকে মর্গে লাশ শনাক্তে পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর এ ঘটনায় মামলা নেওয়া হবে। দ্রুত এ হত্যার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’ 

উল্লেখ্য, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশ থেকে ওই নারী গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয়রা। পরে পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত