নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে শ্মশান ঘাটের পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা সেই নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীর নাম রাজুনা বেগম (৭০)। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভাটি মামুদনগর এলাকার মারফত মুন্সীর মেয়ে।
আজ সোমবার দুপুরে নেত্রকোনা পিবিআইয়ের পরিদর্শক অভিরঞ্জন দেব এ তথ্য নিশ্চিত করেন।
পিবিআই জানায়, উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে অজ্ঞানামা নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকার খবর পেয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবিরের নির্দেশনায় পরিদর্শক ইমদাদুল বাশারের নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম রোববার ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায় আনুমানিক ৭০ বছর বয়সী একজন নারীর লাশ যার নাকে, মুখে, কানে ধারালো অস্ত্রের কোপের দাগ। কোপে নাক কেটে ঝুলে আছে, গলাকাটা অবস্থায় রয়েছে। আশপাশের স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে ওই নারীর পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। খুনের রহস্য উদ্ঘাটনে পিবিআই ছায়া তদন্ত করছে বলেও জানায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ‘নিহতের পরিবারের লোকজনকে মর্গে লাশ শনাক্তে পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর এ ঘটনায় মামলা নেওয়া হবে। দ্রুত এ হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশ থেকে ওই নারী গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয়রা। পরে পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্ত করে।
নেত্রকোনার খালিয়াজুরীতে শ্মশান ঘাটের পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা সেই নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই নারীর নাম রাজুনা বেগম (৭০)। তিনি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভাটি মামুদনগর এলাকার মারফত মুন্সীর মেয়ে।
আজ সোমবার দুপুরে নেত্রকোনা পিবিআইয়ের পরিদর্শক অভিরঞ্জন দেব এ তথ্য নিশ্চিত করেন।
পিবিআই জানায়, উপজেলার নগর ইউনিয়নের নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে অজ্ঞানামা নারীর ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকার খবর পেয়ে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবিরের নির্দেশনায় পরিদর্শক ইমদাদুল বাশারের নেতৃত্বে একটি ক্রাইমসিন টিম রোববার ঘটনাস্থলে যায়। গিয়ে দেখা যায় আনুমানিক ৭০ বছর বয়সী একজন নারীর লাশ যার নাকে, মুখে, কানে ধারালো অস্ত্রের কোপের দাগ। কোপে নাক কেটে ঝুলে আছে, গলাকাটা অবস্থায় রয়েছে। আশপাশের স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে ওই নারীর পরিচয় শনাক্ত না হওয়ায় পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহপূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। খুনের রহস্য উদ্ঘাটনে পিবিআই ছায়া তদন্ত করছে বলেও জানায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ‘নিহতের পরিবারের লোকজনকে মর্গে লাশ শনাক্তে পাঠানো হয়েছে। তারা ফিরে আসার পর এ ঘটনায় মামলা নেওয়া হবে। দ্রুত এ হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশানঘাটের পাশ থেকে ওই নারী গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয়রা। পরে পিবিআই ফিংগার প্রিন্ট সংগ্রহ করে তাঁর পরিচয় শনাক্ত করে।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৮ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫