Ajker Patrika

বকশীগঞ্জে নকল করায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জে নকল করায় ৫ শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরের বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষায় রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকল করার অভিযোগে বিএম ও ভোকেশনালের ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রে পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। একই কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস একজনকে বহিষ্কার করেন। 

জানা যায়, আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই ওই ৫ পরীক্ষার্থী নকল নিয়ে পরীক্ষা দিতে যায়। পরে নকল করার সময় ধরা পড়ায় তাঁদের বহিষ্কার করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন, নকল বিরোধী অভিযান ও শিক্ষা খাতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন কাজ করে যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত