Ajker Patrika

মাদক ব্যবসার অভিযোগে ৩ পুলিশ সদস্যসহ ৫ জন কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১: ০৩
মাদক ব্যবসার অভিযোগে ৩ পুলিশ সদস্যসহ ৫ জন কারাগারে

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ভালুকা মডেল থানার তিন পুলিশ সদস্য ও দুই সোর্সকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কোর্ট পরিদর্শক মো. জসিম উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪), কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪), পুলিশের সোর্স মো. আশিকুর রহমান নীরব (২৪) ও খোকন শেখ (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে ভালুকা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বেচাকেনার খবর পেয়ে অভিযান চালায় মডেল থানার পুলিশ। এ সময় পুলিশের সোর্স মো. আশিকুর রহমান নীরব ও খোকন শেখ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপপরিদর্শক মানস কুমার শিকদার, কনস্টেবল আব্দুল মান্নান ও কনস্টেবল মুসফিকুজ্জামানের সহযোগিতায় তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাতেই কনস্টেবল আব্দুল মান্নানকে গ্রেপ্তারের পর তাঁর বাসায় তল্লাশি চালিয়ে ৭৬৯ পিস ইয়াবা জব্দ করা হয়। একই অভিযোগে উপপরিদর্শক মানস কুমার শিকদার ও কনস্টেবল মুসফিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে মো. জসিম উদ্দিন বলেন, ওই পাঁচজনকে গত রোববার বিকেলে আদালতের তোলা হয়। পরে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় উপপরিদর্শক মানস, কনস্টেবল মুসফিকুজ্জামান ও মান্নানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত