Ajker Patrika

কাঠমিস্ত্রিকে হত্যার ঘটনায় তিন মাস পর পলাতক ৩ আসামি গ্রেপ্তার

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১০: ৩৩
কাঠমিস্ত্রিকে হত্যার ঘটনায় তিন মাস পর পলাতক ৩ আসামি গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জে কাঠমিস্ত্রি বাদল (৬০) হত্যা মামলার তিন মাস পর পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। গতকাল বুধবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আব্দুস সালামের নেতৃত্বে অভিযান চালিয়ে জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মামলার ২ নম্বর আসামি মো. ফয়সাল মিয়া (৩৫), ৩ নম্বর আসামি মো. হরলিক্স (৩৭) ও ৪ নম্বর আসামি সাইম (৪৮)। বর্তমানে তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আসামিরা বারবার অবস্থান পরিবর্তন করায় গ্রেপ্তার করতে সময় লেগেছে। আজ বৃহস্পতিবার তাঁদের আদালতে তোলা হবে।’ 

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুলাই জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের রফিকুল ইসলাম ওরফে মেজর (৪৫) ও তাঁদের ভাইদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হন কাঠমিস্ত্রি বাদল। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও আরেক দফায় হামলা চালানো হয়। হামলায় অংশ নেন রফিকুল ইসলাম ওরফে মেজরের শ্যালক ফয়সাল (৩৫) ও হরলিক্স (৩৭)। এ সময় বাদলের বুকে লাথি দেন ফয়সাল। এতে তাঁর অবস্থার অবনতি হলে স্বজনেরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

হত্যা মামলা দায়েরের তিন মাস পর পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছেঘটনার পরদিন ২২ জুলাই মৃত বাদলের ছেলে মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে রফিকুল ইসলাম ওরফে মেজরকে প্রধান আসামি ও হাসপাতাল চত্বরে লাথি দেওয়া ফয়সালকে ২ নম্বর আসামি করে ২৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। তবে ঘটনার দিন থেকেই আসামিরা পলাতক ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত