নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক যুবকের (২২) থেকে ২৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সম্প্রতি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামের আকাশ তাঁর স্ত্রীকে আনতে শশুরবাড়ি বাইগরপাড়া গ্রামে যান। শশুরবাড়ি থেকে স্ত্রীকে আসতে না দেওয়ায় শশুরবাড়ি গিয়ে অস্বাভাবিক আচরণ করেন ও তাঁদের হত্যার হুমকি দেন আকাশ। এ সময় শশুর বাড়ির লোকজন আকাশকে বেধড়ক মারধর করে ও রশি দিয়ে বেঁধে রাখেন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ শশুর বাড়ি থেকে আকাশকে থানায় নিয়ে আসে।
এদিকে কোনো অভিযোগ বা বাদী না থাকায় রাতেই স্থানীয়দের সুপারিশে পুলিশ আকাশকে ছেড়ে দেয়। কিন্তু এই সুযোগ নিয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুল আকাশকে মাদক মামলায় গ্রেপ্তারের পর রিমান্ড নিয়ে মারধর করা হবে জানিয়ে ফোনের মাধ্যমে ভয় দেখান।
পরে আকাশের বাবার কাছে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করেন বাবুল মেম্বার। মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে বাবুল মেম্বারের কাছে তিন দফায় মোট ১৫ হাজার টাকা নেন আকাশের বাবা চান মিয়া। এরপর আকাশের মা-বাবার কাছে আবারও টাকা দিতে চাপ প্রয়োগ করেন বাবুল। পুলিশকে আরও টাকা দিতে হবে বলে দুই দফায় আরও আট হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা নেন।
আকাশের মা আফরোজা বেগম বলেন, ‘মেম্বারকে দেওয়া ২৩ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা স্বর্ণের গয়না বন্ধক রেখে মাসে দেড় হাজার টাকা সুদে আনছিলাম। আমরা মেম্বারের বিচার চাই।’
আকাশের বাবা চান মিয়া বলেন, ‘আমি ঢাকায় কাজ করি। বাবুল মেম্বার ভয় দেখাইয়া আমারে আনাইছে। ধার দেনা কইরা মেম্বারকে টাকা দেওয়া লাগছে। আমি মেম্বারের বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মোবাইল ফোনে ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার আমার কাছে এসেছিল।’ ঘটনার সত্যতা আছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ‘অভিযোগটি আমি এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে আমরা আকাশকে থানায় এনেছিলাম। তবে কোনো অভিযোগ ও বাদী না থাকায় রাতেই তাকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।’ পুলিশের ভয় দেখিয়ে কেউ টাকা আত্মসাৎ করেছে কিনা এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক যুবকের (২২) থেকে ২৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুলের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর সম্প্রতি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামের আকাশ তাঁর স্ত্রীকে আনতে শশুরবাড়ি বাইগরপাড়া গ্রামে যান। শশুরবাড়ি থেকে স্ত্রীকে আসতে না দেওয়ায় শশুরবাড়ি গিয়ে অস্বাভাবিক আচরণ করেন ও তাঁদের হত্যার হুমকি দেন আকাশ। এ সময় শশুর বাড়ির লোকজন আকাশকে বেধড়ক মারধর করে ও রশি দিয়ে বেঁধে রাখেন। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ ফোন করে সহযোগিতা চাইলে পুলিশ শশুর বাড়ি থেকে আকাশকে থানায় নিয়ে আসে।
এদিকে কোনো অভিযোগ বা বাদী না থাকায় রাতেই স্থানীয়দের সুপারিশে পুলিশ আকাশকে ছেড়ে দেয়। কিন্তু এই সুযোগ নিয়ে ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুল আকাশকে মাদক মামলায় গ্রেপ্তারের পর রিমান্ড নিয়ে মারধর করা হবে জানিয়ে ফোনের মাধ্যমে ভয় দেখান।
পরে আকাশের বাবার কাছে ফোন করে ২৫ হাজার টাকা দাবি করেন বাবুল মেম্বার। মোবাইল ব্যাংকিং এজেন্টের মাধ্যমে বাবুল মেম্বারের কাছে তিন দফায় মোট ১৫ হাজার টাকা নেন আকাশের বাবা চান মিয়া। এরপর আকাশের মা-বাবার কাছে আবারও টাকা দিতে চাপ প্রয়োগ করেন বাবুল। পুলিশকে আরও টাকা দিতে হবে বলে দুই দফায় আরও আট হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা নেন।
আকাশের মা আফরোজা বেগম বলেন, ‘মেম্বারকে দেওয়া ২৩ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা স্বর্ণের গয়না বন্ধক রেখে মাসে দেড় হাজার টাকা সুদে আনছিলাম। আমরা মেম্বারের বিচার চাই।’
আকাশের বাবা চান মিয়া বলেন, ‘আমি ঢাকায় কাজ করি। বাবুল মেম্বার ভয় দেখাইয়া আমারে আনাইছে। ধার দেনা কইরা মেম্বারকে টাকা দেওয়া লাগছে। আমি মেম্বারের বিচার চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মোবাইল ফোনে ইউপি সদস্য আমিনুল ইসলাম বাবুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী পরিবার আমার কাছে এসেছিল।’ ঘটনার সত্যতা আছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, ‘অভিযোগটি আমি এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে আমরা আকাশকে থানায় এনেছিলাম। তবে কোনো অভিযোগ ও বাদী না থাকায় রাতেই তাকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।’ পুলিশের ভয় দেখিয়ে কেউ টাকা আত্মসাৎ করেছে কিনা এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫