নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মো. আলাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে নালিতাবাড়ী থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে এ মামলা করেন।
আলাল উদ্দিন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোরীর বাবা কৃষিকাজের জন্য বাড়ির বাইরে চলে যান। তাঁর মা কিশোরীর ছোট ভাইকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এই সুযোগে সকাল ৯টার দিকে আলাল বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ওই কিশোরী কান্নাকাটি করতে থাকেন। কিশোরীর বাবা বাড়িতে এসে মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন।
পরে গত শনিবার ওই কিশোরীর পরিবার থেকে ঘটনাটি পোড়াগাঁও বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামকে অবগত করা হয়। পরে থানা থেকে এসআই আবদুস সালামকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলালের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে আলাল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। গত রোববার দুপুরে পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করাতে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ওই কিশোরীর মা বলেন, ‘লম্পট আলাল খালি বাড়ি পেয়ে আমার মেয়ের জীবনটা সর্বনাশ করে দিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কেউ যেন আমার মেয়ের মতো আর কারও সর্বনাশ না হয়। বিচার চেয়ে থানায় মামলা করেছি।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। পরে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বিষয়টি শোনার পর এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল লতিফ বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মো. আলাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শনিবার রাতে নালিতাবাড়ী থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে এ মামলা করেন।
আলাল উদ্দিন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। গতকাল রোববার ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোরীর বাবা কৃষিকাজের জন্য বাড়ির বাইরে চলে যান। তাঁর মা কিশোরীর ছোট ভাইকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এই সুযোগে সকাল ৯টার দিকে আলাল বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ওই কিশোরী কান্নাকাটি করতে থাকেন। কিশোরীর বাবা বাড়িতে এসে মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন।
পরে গত শনিবার ওই কিশোরীর পরিবার থেকে ঘটনাটি পোড়াগাঁও বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামকে অবগত করা হয়। পরে থানা থেকে এসআই আবদুস সালামকে ঘটনাটি তদন্ত করতে বলা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলালের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে আলাল এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। গত রোববার দুপুরে পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষা করাতে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে ওই কিশোরীর মা বলেন, ‘লম্পট আলাল খালি বাড়ি পেয়ে আমার মেয়ের জীবনটা সর্বনাশ করে দিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কেউ যেন আমার মেয়ের মতো আর কারও সর্বনাশ না হয়। বিচার চেয়ে থানায় মামলা করেছি।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত আলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। পরে তাঁর বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল মুনসুর আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর থেকে অভিযুক্ত আলাল উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। বিষয়টি শোনার পর এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল লতিফ বলেন, ‘ধর্ষণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে গত শনিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন আদালত। ঘটনার ২৯ বছর পর আজ সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগেবৈবাহিক জীবনে টানাপোড়েন, তাতে যুক্ত হয় সন্দেহ। সেই সন্দেহই কাল হয়ে দাঁড়ায় তাসলিমা আক্তারের জীবনে। রাজধানীর কলাবাগানে স্বামীর দায়ের কোপে হয়েছেন খুন। হত্যার পর স্ত্রীর লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন নজরুল ইসলাম।
৫ দিন আগেদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে করা রিভিশন মামলার শুনানি শেষে ২০ অক্টোবর রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায়ের দিন নির্ধারণ করেন।
৭ দিন আগেযুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
১৯ দিন আগে