Ajker Patrika

নান্দাইলে জমির দালালের মারধরে এক ব্যক্তির মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১০: ৫১
নান্দাইলে জমির দালালের মারধরে এক ব্যক্তির মৃত্যু

নান্দাইলে ছোট ভাইয়ের জমির দালালির টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাই কফিল উদ্দিন (৫৬) নিহত হয়েছেন। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে। কফিল উদ্দিন মৃত আব্দুল মজিদ ওরফে ফরস আলীর ছেলে।

পরিবারের সূত্রে জানা গেছে, কফিল উদ্দিনের ছোট ভাই বাচ্চু মিয়া স্থানীয় শান্তিনগর বাজারসংলগ্ন কিছু জমি স্থানীয় আব্দুর রহিমের কাছে বিক্রি করেন। এই বিক্রিতে সহযোগিতা করেন একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে আ. আউয়াল।

এই সহযোগিতার জন্য আউয়ালকে ১০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। টাকা দিতে বিলম্ব হওয়ায় দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করেন আউয়াল মিয়া।

সন্ধ্যায় এই সমস্যা সমাধানের জন্য আউয়াল মিয়াকে স্থানীয় শান্তিনগর বাজারে ডেকে কথা বলেন কফিল উদ্দিন। সেখানেই কফিল উদ্দিনকে জাপটে ধরে মারধর করেন আউয়াল মিয়া। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য অটোরিকশায় তোলার সময়ই তিনি মারা যান।

চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সামান্য বিষয় নিয়ে খুনের মতো বড় ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ সেলফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের সময় স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত