Ajker Patrika

অপহরণের তিন দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার

প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২১, ১২: ৩৪
অপহরণের তিন দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার

বারহাট্টা (নেত্রকোনা): নেত্রকোনার বারহাট্টায় অপহরণের তিন দিন পর অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামের ডেনডু মিয়ার ছেলে। উদ্ধারকৃত ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ছাত্রী এলাকা থেকে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে গত শুক্রবার ছাত্রীর বাবা বাদী হয়ে জাহাঙ্গীরকে প্রধান আসামিসহ আরও তিন-চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। পরদিন শনিবার থেকে শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, 'তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে ডিবি পুলিশের সহায়তায় গতকাল গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছি। তাঁকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দির জন্য নেওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।'

ওসি আরও বলেন, 'ওই শিক্ষার্থীকে গতকাল বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে ওই ছাত্রীর ২২ ধারায় জবানবন্দির জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত