Ajker Patrika

বউ নিয়ে সাবেক ও বর্তমানের দ্বন্দ্ব, একজনকে কুপিয়ে অন্যজন কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
বউ নিয়ে সাবেক ও বর্তমানের দ্বন্দ্ব, একজনকে কুপিয়ে অন্যজন কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে এক স্ত্রী নিয়ে দ্বন্দ্বের জেরে সাবেক স্বামী আলী হোসেনকে (৩০) ছুরিকাঘাতে গুরুতর জখম করেছেন বর্তমান স্বামী। অভিযুক্ত নাজমুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহত আলী হোসেনকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন। 

গতকাল শনিবার দুপুরে মোহনগঞ্জ পৌরশহরের বিএনপি অফিস মোড়ে এ ঘটনা ঘটে। আহত আলী হোসেন উপজেলার পুটিউগা গ্রামের আবুল মিয়ার ছেলে। আর অভিযুক্ত নাজমুল ইসলাম উপজেলার সুয়াইর গ্রামের হককু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল মাদকাসক্ত। এ নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এ পরিস্থিতিতে তাঁর স্ত্রী প্রতিবেশী আলী হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। একপর্যায়ে আলী হোসেনকে বিয়ে করে তাঁর সঙ্গেই সংসার শুরু করেন। কিছুদিন পর সেখানেও বনিবনা না হওয়ায় কয়েক মাস আগে নাজমুলের কাছে ফিরে আসেন। 

এ নিয়ে আলী হোসেন ও নাজমুলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে তাঁদের মধ্যে কয়েক দফা হাতাহাতিও হয়েছে। গতকাল দুপুরে শহরের খাদ্যগুদামের সামনের রাস্তায় আলী হোসেনকে মারধর ও ছুরিকাঘাত করেন নাজমুল। বিএনপি অফিস মোড়ে গিয়ে একটি চালের দোকানে আশ্রয় নিলে সেখানেও তাঁকে মারধর ও ছুরিকাঘাত করেন নাজমুল। ছুরিকাঘাতে আলী হোসেন কানের কাছে গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নাজমুলকে আটক করে পুলিশ। 

পরে রাতে আহত আলী হোসেনের বাবা আবুল মিয়া বাদী হয়ে এ থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে নাজমুলকে প্রধান আসামি করা হয়। 

মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, ‘স্ত্রী নিয়ে দ্বন্দ্বের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। জখমের ঘটনায় করা মামলায় নাজমুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত