Ajker Patrika

চোরাই গরু বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে খুন হন সাবেক মেম্বার: পুলিশ 

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

চোরাই গরু বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে নেত্রকোনার কলমাকান্দায় সাবেক ইউপি সদস্য মতিউর রহমানকে (৬৫) খুন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের বরাত দিয়ে এসব তথ্য জানান কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক। 

আজ বৃহস্পতিবার গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। 

গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার পোগলা ইউনিয়নের মূলপোগলা গ্রামের মো. সাজু খাঁন (৩৫), ও একই গ্রামের মো. আপেল (২১)। 

নিহত মতিউর রহমান উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাঁও গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শেষ রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর রহমান। পরে সকালে রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় পরদিন মতিউরের চার স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ আদালতে নেওয়া হলে তাঁরা হত্যায় যুক্ত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। 

 কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, চোরাই গরু বিক্রির টাকা লেনদেনের বিরোধে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মতিউরকে ডেকে নেওয়া হয়। এরপর মাথায় আঘাত করে হত্যা করেন সাজু, আপেলসহ আরও ২–৩ জন। পরে ফসলি জমিতে লাশ ফেলে দেন তাঁরা। আদালতে গ্রেপ্তার দুজন এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। 

তিনি আরও বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত