Ajker Patrika

সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য দশম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে পুলিশ। 

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫)। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই শিক্ষার্থী বিষয়টি তাঁর পরিবারকে জানায়। এ নিয়ে শিক্ষার্থীর বাবা কনক হাসানকে শাসন করেন। এতে কনক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে গত শনিবার ভোর রাতে সিঁধ কেটে ওই শিক্ষার্থীর কক্ষে ঢুকে মুখ বেঁধে ধর্ষণ করেন। 

এ সময় ওই শিক্ষার্থীর গোঙানিতে পাশের কক্ষ থেকে তার মা-বাবা এগিয়ে আসলে অভিযুক্ত কনক সিঁধ দিয়ে পালিয়ে যান। পরে শনিবার বিকেলে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কনককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কনক হাসান গা-ঢাকা দিয়েছেন। 

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (ওসি) মোহাব্বত কবির বলেন, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষা করাতে ওই শিক্ষার্থীকে রোববার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত