Ajker Patrika

শিশুর চুল কেটে নির্যাতনের ঘটনায় থানায় মামলা 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
শিশুর চুল কেটে নির্যাতনের ঘটনায় থানায় মামলা 

নেত্রকোনার মদনে টাকা চুরির অপবাদে শিশু রানা মিয়াকে (১১) মাথা ন্যাড়ার পর শিকলে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে শিশুটির চাচা এমদাদুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মদন থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় আসামি হলেন-রুদ্রশ্রী গ্রামের কাজল মীর, তাঁর ছেলে সুমন মীর ও প্রতিবেশী হ‌ুমায়ূন মিয়া। 

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে সুমন মীরের বসত ঘর থেকে ১১ হাজার ৫০০ টাকা চুরি হয়ে যায়। ওই দিন সন্ধ্যায় চুরির অপবাদ দিয়ে সুমন মীর একই গ্রামের শিশু রানা মিয়াকে ঘরে আটকে রাখে। রাতভর নির্যাতন শেষে গতকাল সকালে শিশুটির মাথা ন্যাড়া করে দেন তিনি। পরে বাড়ির সামনে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিশুটিকে বেঁধে রাখলে স্থানীয় ইউপি সদস্য সুলতান মিয়ার হস্তক্ষেপে তাকে মুক্ত করা হয়। এ ঘটনায় রাতেই শিশুটির চাচা এমদাদুল হক বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন। 
 

মামলার বাদী এমদাদুল হক বলেন, গত ৫ বছর আগে রানার মা মারা গেছেন। রানার বাবা কাজের তাগিদে বাড়িতে থাকেন না। আমারই তাকে লালনপালন করি। 

চুরির বিষয়ে এমদাদুল হক বলেন, ‘আমার ভাতিজা রানা কোনো টাকা চুরি করেনি। অহেতুক তার বিরুদ্ধে একটি অপবাদ দিয়ে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। মারধর করে ও মাথার চুল কেটে তাকে বাড়ির সামনের বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এ ঘটনায় বিচারের আশায় থানায় মামলা করেছি।’ 

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ ফেরদৌস আলম বলেন, চুরির অপবাদ দিয়ে রানা নামের এক শিশুকে নির্যাতন করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত