Ajker Patrika

পূর্বধলায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি
পূর্বধলায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলা থেকে ঝুলন্ত অবস্থায় কলি আক্তার মিম (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত মিম উপজেলা বাঘবেড় গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও স্থানীয় বর্ণাকান্দা মহিলা কওমী মাদ্রাসার ছাত্রী ছিলেন। 

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সোয়া পাঁচটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করে মিম। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেন। 

মৃতের এক আত্মীয় জানান, মিম কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিল। মাঝে মধ্যেই সে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলত। 

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত