জামালপুর প্রতিনিধি
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চরবাণী পাকুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনায় ঘটে। এ বিষয়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই সাংবাদিক।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন আজকের পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি রকিব হাসান ও ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান। জানা গেছে, পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ধাক্কা দিয়ে ভূমি অফিস থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিকেরা বলেন, ‘গতকাল দুপুরে ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “কে অভিযোগ করেছেন, তাঁর নামে মানহানির মামলা করব। আমার অফিসে সাংবাদিক আসলে ইউএনও অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি নিয়ে এখানে আইছস তোরা?” পরে ঘুষ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করলে তিনি চেয়ার থেকে উঠে তাঁর কক্ষ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।’
রকিব হাসান বলেন, ‘গতকাল দুপুরে ভূমি অফিস কার্যালয়ের সামনে দিয়ে মেলান্দহ পৌর শহরে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি ভূমি কার্যালয়ে জমিসংক্রান্ত ও ঘুষ কেলেঙ্কারি নিয়ে বাগ্বিতণ্ডা চলছে। তখন ওই ভূমি অফিসে যাই আমরা। সেখানে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণ ও তাঁর দরজা বন্ধ করে ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে আমাদের ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন তিনি।’
সাকিব আল হাসান বলেন, ‘ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে কয়েক দিন আগেই ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ করেন মুক্তা বেগম নামে এক নারী। গতকাল দুপুরে ভূমি অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে দেখি বাগ্বিতণ্ডা চলছে। তখন আমরা ওই ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সঙ্গে অসদাচরণ করেন।’
মুক্তা বেগম বলেন, ‘পাঁচ শতাংশ জমি খারিজ (নামজারি) করতে আমার কাছে থেকে ৬ হাজার টাকা নিয়েছেন ছানাউল।’
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলাম বলেন, ‘আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি।’
মেলান্দহ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ আগেও শুনেছি। গতকালের ঘটনায় প্রশাসন ব্যবস্থা না নিলে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মানববন্ধন করা হবে।’
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেয়েছি। ওই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ দিকে অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে স্থানীয় বাসিন্দারা আজ দুপুরে মানববন্ধনের আয়োজন করবেন বলে জানা গেছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় চরবাণী পাকুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনায় ঘটে। এ বিষয়ে গতকাল সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই সাংবাদিক।
ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন আজকের পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি রকিব হাসান ও ভোরের কাগজের মেলান্দহ উপজেলা প্রতিনিধি সাকিব আল হাসান। জানা গেছে, পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ধাক্কা দিয়ে ভূমি অফিস থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী সাংবাদিকেরা বলেন, ‘গতকাল দুপুরে ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, “কে অভিযোগ করেছেন, তাঁর নামে মানহানির মামলা করব। আমার অফিসে সাংবাদিক আসলে ইউএনও অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি নিয়ে এখানে আইছস তোরা?” পরে ঘুষ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করলে তিনি চেয়ার থেকে উঠে তাঁর কক্ষ থেকে ধাক্কা দিয়ে বের করে দেন।’
রকিব হাসান বলেন, ‘গতকাল দুপুরে ভূমি অফিস কার্যালয়ের সামনে দিয়ে মেলান্দহ পৌর শহরে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি ভূমি কার্যালয়ে জমিসংক্রান্ত ও ঘুষ কেলেঙ্কারি নিয়ে বাগ্বিতণ্ডা চলছে। তখন ওই ভূমি অফিসে যাই আমরা। সেখানে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণ ও তাঁর দরজা বন্ধ করে ঘুষ বাণিজ্যের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে আমাদের ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন তিনি।’
সাকিব আল হাসান বলেন, ‘ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে কয়েক দিন আগেই ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ করেন মুক্তা বেগম নামে এক নারী। গতকাল দুপুরে ভূমি অফিসের সামনে দিয়ে যাওয়ার পথে দেখি বাগ্বিতণ্ডা চলছে। তখন আমরা ওই ভূমি কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সঙ্গে অসদাচরণ করেন।’
মুক্তা বেগম বলেন, ‘পাঁচ শতাংশ জমি খারিজ (নামজারি) করতে আমার কাছে থেকে ৬ হাজার টাকা নিয়েছেন ছানাউল।’
এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা ছানাউল ইসলাম বলেন, ‘আমার সঙ্গে কোনো ঘটনা ঘটেনি।’
মেলান্দহ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ আগেও শুনেছি। গতকালের ঘটনায় প্রশাসন ব্যবস্থা না নিলে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মানববন্ধন করা হবে।’
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেয়েছি। ওই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ দিকে অভিযুক্ত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে স্থানীয় বাসিন্দারা আজ দুপুরে মানববন্ধনের আয়োজন করবেন বলে জানা গেছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫