Ajker Patrika

মদনে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১ 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৫: ০৫
মদনে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১ 

নেত্রকোনার মদনে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় ডালিম মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দেওসহিলা দক্ষিণকান্দা বাজার থেকে তাঁকে গ্রেপ্তারের পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ডালিম মিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটির পাথারকান্দি গ্রামের খসরু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি মদন উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ডালিম মিয়া প্রায় সময়ই তাকে কুপ্রস্তাব দিত। গত ১০ নভেম্বর ওই ছাত্রী সেলাই প্রশিক্ষণ দিতে বাড়ি থেকে বের হলে ডালিম জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে খুঁজে না পাওয়ায় ১৩ নভেম্বর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ডালিমসহ পাঁচজনকে আসামি করে মদন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। 

এরই পরিপ্রেক্ষিতে পুলিশ গত সোমবার রাতে অভিযুক্তদের বাড়িতে অভিযান পরিচালনা করলে আসামিরা পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে অভিযুক্ত ডালিমকে গ্রেপ্তারের পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, অপহরণ মামলার আসামি ডালিমকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এর আগে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত