Ajker Patrika

বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২১: ০৩
বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় বৃদ্ধ কারাগারে

জামালপুরের ইসলামপুরে বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলায় আবুল শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বৃদ্ধকে জামালপুর জেলা ও দায়রা জাজ আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলায় জানা গেছে, বাক্‌প্রতিবন্ধী ওই নারী (৩৬) গত ১৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবুল শেখের মুদি দোকানে পান কিনতে যান। তাঁকে একা পেয়ে ফুসলিয়ে পান দেওয়ার কথা বলে দোকান ঘরের ভেতরে দরজা বন্ধ করে দেন। সেখানে মুখ চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন আবুল শেখ। এ সময় স্থানীয় কয়েকজন দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে দেখতে পান দোকানের দরজা বন্ধ। দোকানের ভেতরে থেকে ধস্তাধস্তির শব্দ পেয়ে তাঁরা দোকান ঘরের ভাঙা বেড়া দিয়ে দেখতে পান ধর্ষণের ঘটনা। লোকজন ঘটনা দেখে ফেলায় আবুল শেখ কৌশলে পালিয়ে যান। গতকাল বুধবার দুপুরে ভুক্তভোগী মা ইসলামপুর থানায় অভিযোগ করেন। 

অভিযুক্ত আবুল শেখ বলেন, ‘আমি ধর্ষণের চেষ্টা করিনি। মেয়েটি একদিকে বোবা। অপরদিকে মাথা পাগল। সব সময় আবোল-তাবোল করে। ভুল বোঝাবুঝি থেকে আমার বিরুদ্ধে মামলা ঢুকে দেওয়া হয়েছে।’ 

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, ‘বাক্‌প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’ 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল রাব্বী বলেন, বৃহস্পতিবার দুপুরে আবুল শেখকে আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামালপুর শেখ হাসিনার মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং তদন্তের তথ্যানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত