Ajker Patrika

সাবেক স্ত্রী পাত্তা না দেওয়ায় ছুরিকাঘাত, স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ৩৪
সাবেক স্ত্রী পাত্তা না দেওয়ায় ছুরিকাঘাত, স্বামী গ্রেপ্তার

তিন বছর আগে প্রেম করে বিয়ে হয় শাকিল আহম্মেদ (২৮) এবং ভুক্তভোগীর (২২)। বিয়ের কিছুদিন তাঁদের সংসার ভালোই চলছিল। কিছুদিন পর ভুক্তভোগী বুঝতে পারেন শাকিল মাদকাসক্ত। যার ফলে প্রায়ই সংসারে ঝগড়াঝাঁটি হতো। টাকার জন্য সব সময় চাপ প্রয়োগ করতেন শাকিল। অত্যাচার সইতে না পেরে চলতি বছরের ২১ এপ্রিল শাকিলকে আইন অনুযায়ী ডিভোর্স দেন ভুক্তভোগী। 

কিন্তু ডিভোর্স উপেক্ষা করে সাবেক স্ত্রীকে নিয়ে সংসার করার চেষ্টা চালান শাকিল। কিন্তু সাবেক স্ত্রী শাকিলকে আর পাত্তা দেন না। বারবার শাকিলকে ফিরিয়ে দিয়েছেন তিনি। এরই জের ধরে আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে সাবেক স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন শাকিল। কিন্তু তাতে রাজি না হলে শাকিল তাঁকে (সাবেক স্ত্রী) টানাহ্যাঁচড়া শুরু করেন এবং একপর্যায়ে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর শাকিলকে আটক করে পুলিশে দেন তাঁরা। 

শাকিলের বাড়ি ময়মনসিংহ শহরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মোড়ে। অন্যদিকে তাঁর সাবেক স্ত্রীর বাড়ি সদর উপজেলার চরনিলক্ষীয়ায়। 

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘না বুঝে শাকিলকে বিয়ে করেছিলাম। বিয়ের পর জানতে পারি সে মাদকাসক্ত। বাড়ি থেকে টাকা এনে দিতে প্রায় সময় শাকিল আমাকে মারধর করত। এতে তার পরিবারের সায় ছিল। যন্ত্রণা সহ্য না করতে পেরে তাকে ছেড়ে দিই। কিন্তু শাকিল তারপরও আমার পিছু ছাড়েনি। আজ সকালে রিকশা দিয়ে কলেজে যাওয়ার সময় ব্রিজ মোড়ে সে আমার রিকশার মধ্যে জোর করে উঠে বসে। এরপর ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে সোনালী ব্যাংকের সামনে গিয়ে রিকশা থেকে লাফ দিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই। পরে লোকজন ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়।’ 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘শাকিলের জন্য আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে। প্রশাসনের কাছে আশা করব শাকিলের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।’ 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, শাকিল এবং ওই নারীর তিন বছর আগে ছাড়াছাড়ি হয়। তারপরে শাকিল বিভিন্ন সময় তাঁকে বিরক্ত করতেন। কিন্তু ভুক্তভোগী কোনোভাবেই শাকিলকে সহ্য করতে পারেননি। আজও ওই নারীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য শাকিল টানাহ্যাঁচড়া করেন এবং একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করেন। তবে গুরুতর কোনো জখম হয়নি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ভুক্তভোগী থানায় এসে একটি মামলা করেছেন। শাকিল পুলিশ হেফাজতে রয়েছেন। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত