Ajker Patrika

নেত্রকোনায় ২৫ দিনের বিশেষ অভিযানে ৮১ মাদক কারবারী গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনায় ২৫ দিনের বিশেষ অভিযানে ৮১ মাদক কারবারী গ্রেপ্তার

নেত্রকোনার বিভিন্ন থানা এলাকায় গত ২৫ দিন বিশেষ অভিযান চালিয়ে ৮১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নেত্রকোনায় সদ্য যোগদান করা পুলিশ সুপার মোহাম্মাদ ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে। 

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে-৯ কেজি গাঁজা, ২ হাজার ৩৮০ পিস ইয়াবা, ২৯০ বোতল ভারতীয় মদ, ৪৭ বোতল ফেনসিডিল, ৯ দশমিক ৪০ গ্রাম হেরোইন ও ১৯৯ লিটার চোলাই মদ। 

পুলিশ সুপার বলেন, ‘গত ২৩ আগস্ট নেত্রকোনায় যোগদান করার পর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়। একই সঙ্গে মাদক ও মাদক কারবারী ধরতে জেলা জুড়ে বিশেষ অভিযান চালানো হয়। এ পর্যন্ত ৮১ মাদক কারবারী গ্রেপ্তার ও প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মাদক জব্দ করা হয়। এসব ঘটনায় ৫৩টি মাদক ও মাদক চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৯৩ জনকে আসামি করা হয়।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত